সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবীতে মানববন্ধন

নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবীতে মানববন্ধন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা
নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা দ্রæত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় কলেজের দ্রæত জায়গা নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ¦ শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব আকন্দ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম ও খায়রুল ইসলাম ফারাস প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ৬ বছর পেরিয়ে গেলেও সরকারের নীতি নির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে অধ্যাবদি কলেজের জন্য কোন জায়গা নির্ধারণ করা হয়নি। ফলে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মিত না হওয়ায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে অপরদিকে কলেজটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কলেজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকট দেখিয়ে বর্তমানে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলছে।
যে কারণে অর্থ অপচয় এবং কালক্ষেপনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থির আওতায় আনার দাবী তোলে প্রধান সড়কের পাশে নেত্রকোনা মেডিকেল কলেজের জায়গা দ্রæত নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষার অনুকুল পরিবেশ গড়ে তোলার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি জোর দাবী জানায় বক্তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments