নেত্রকোনায় মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসক। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এ সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ৩০ মার্চ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবীদের হাতে মেডেল ও সন্মাননা পত্র তুলে দেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। মোট ১৪ জন স্কাউট ও রোভার স্কাউটের হাতে এসকল সনদ তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা গণ, জেলা স্কাউট ও রোভার স্কাউটস নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা ও স্কাউট অভিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।