নেত্রকোনায় আধুনিক শরীরচর্চা কে›েন্দ্রর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে সাতপাই কেডিসি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের কালীবাড়ি, থানার মোড়, ছোট বাজার বড় বাজার প্রদক্ষিন করে পূনঃরায় রেলক্রসিং গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন আধুনিক শরীরচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেছুর রহমান। এসময় শরীর চর্চা কেন্দ্রের শতাধিক সদস্য ব্যাপক আনন্দে নেচে গেয়ে র্যালিতে অংশ গ্রহন করেন। পরে কার্যালয়ে আলোচনাসভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।