নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের সাতপাই বদ্ধভূমীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে এই মোমবাতি প্রজ্বলন করে। মোমবাতি হাতে নিয়ে প্রতিজ্ঞা শেষে স্মৃতি সৌধে মোমবাতিগুলো প্রজ্বলন করা হয়।
এতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাহিত্যিক সাংবাদিক ও সংস্কৃতিজনরা অংশ নিয়েছেন৷
উদীচী শিল্পী গোষ্ঠী, হিমু পাঠক আড্ডা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, আমরা ৭১ সহ বিভিন্ন সংগঠন একত্র হয়ে বরাবরের মতো এই কর্মসূচি পালন করে। বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অসীত ঘোষ ও হিমু পাঠক আড্ডার পরিচালক আলপনা বেগম। পরে নেত্রকোনা পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুর নেতৃত্বে স্মৃতি সৌধের মিনারে একে একে সকলেই মোমবাতি প্রজ্বলন করেন।
এদিকে শহরের মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজের পাড়ে বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামাল স্মৃতি ফলকে মোমবাতি প্রজ্বলনে সমাজনকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বক্তব্য রাখেন।
অন্যদিকে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর আয়োজনে যুদ্ধকালীন উইং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহার নেতৃত্বে একটি মিছিল বের হয়।