মাগুরার শিশু ধর্ষণের শাস্তি ফাঁসির দাবীতে নেত্রকোনায় শিক্ষাথীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। বিক্ষোভ কর্মসূচীতে বুধবার দুপুরে শহরের ছোট বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এসে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা জমায়েত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী মোস্তাহিদ অলি, আবু সাইদ ও শেখ সৌদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা শহরের সরকারি কলেজ, মহিলা কলেজ, আবু আব্বাস কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া হয়ে প্রেসক্লাবের সামনে আসে। পরে পৌরসভার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়ক আটকে কিছুক্ষণ বিক্ষোভ করে তারা ফাঁসির দাবী জানায়। এসময় সড়কের তিন কিলোমিটার সড়ক জুড়ে যানজট লেগে থাকে। বিক্ষোভকারীরা একমাত্র ফাঁসির সাজা না হলে বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানায়।