নেত্রকোনা পৌর শহরের রেলক্রসিং এলাকায় কয়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্বধলার ডেওটুকুন গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী রাবেয়া খাতুন তার ছেলে মামুন মিয়ার সাথে মোটরসাইকেলে নেত্রকোনার উদ্দেশ্যে আসছিলেন।
এ সময় শহরের রেলক্রসিং এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এবিসি নামক ইটভাটার কয়লা পরিবহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ছেলের পেছনে থাকা রাবেয়া খাতুন নিহত হন।
স্থানীয়রা জানান, জায়গাটিতে প্রচুর অটো সিএনজি থাকে।
রেল লাইনের উপরেও দাঁড়িয়ে থাকে।
ফলে সড়ক রেললাইন পারাপারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়না।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দুর্ঘটনার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম।