চলমান পরিস্থিতিতে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অস্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল নূর-ই আহমেদ আল-শাফী এসইউপি, পিএসসি। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা শহরের সাতপাই স্টেডিয়াম ইনডোর হলরুমে এই মত বিনিময় সভার আয়োজন করেন। এসময় জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় গুজব প্রতিরোধ ডাকাতিসহ নানা বিষয় তুলে ধরা হয়।
এসময় নূর-ই আহমেদ আল-শাফী বলেন, প্রতিটি এলাকায় সহিংসতাসহ সকল অপরাধ দমনে সেনা বাহিনী টহল অব্যাহত রেখেছে। এতে জেলার আইনশৃংখলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। হিন্দু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জনগণের জানমালের নিরাপত্তায় সেনা বাহিনী সার্বক্ষনিক নজর রাখছে।
জেলার সব এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সভায় বিগত সরকারের আমলে চাঁদাবাজী, সন্ত্রাসী ও সীমান্ত চোরাচালানীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনয়ন নিয়েও আলোচনা হয়েছে।
এসময় মেজর জিসানুল হায়দার, মেজর নাজমুজ সাকিব, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, এম ফখরুল হক, খলিলুর রহমান শেখ, একে এম আব্দুল্লাহ, আলপনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।