নেত্রকোনায় “বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা : গণমাধ্যমের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর (পিআইডি) আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে ময়মনসিংহ অঞ্চল তথ্য অফিসের উপ-প্রধান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন নেত্রকোনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন আহŸায়ক কিমিটির সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, এম মোখলছুর রহমান খান, ইনকিলাবের জেলা প্রতিনিধি এ.কে.এম আব্দুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সেমিনারে বক্তারা, অচিরেই সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরিকরনের উদাত্ত আহ্বান জানান। সাংবাদিকতায় শেকল ভাঙ্গার দাবী জানায়।