সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
29.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় সাংবাদিক আলপনা বেগম এর মায়ের ইন্তেকাল

নেত্রকোনায় সাংবাদিক আলপনা বেগম এর মায়ের ইন্তেকাল

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিন এর নেত্রকোনা প্রতিনিধি সাংবাদিক আলপনা বেগম ও নেত্রকোনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এস এম মহসিন আলমের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ১০ টায় শহরের সাতপাই নদীর পাড়স্থ চক্ষু হাসপাতাল সংলগ্ন নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

আজ বাদ আসর সাতপাই এন আকন্দ কামিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে সাতপাই পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক পিপি ইফতেখার উদ্দিন খান মাসুদ, জনউদ্যোগের আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, জেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাহিত্য সমাজের সদস্য সচিব কবি তানভীর জাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,  সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত  পরিবারের প্রতি  গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments