নেত্রকোনায় স্কুল ল্যাবে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই কর্মশালার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
আজ রোববার বেলা সাড়ে এগারোটায় শহরের মোক্তারপাড়ায় কালেক্টরেট স্কুলের আইসিটি ডিজিটাল ল্যাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
স্কুলের ১৬ জন ছেলে ও ১৬ জন মেয়ে এই সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালায় অংশ নেয়। শিক্ষার্থীরা একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবাই।
অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শামীমা ইয়াসমীনের সঞ্চালনায় কর্মশালায় সোশ্যাল মিডিয়ায় সিকিউরিটি নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সাংবাদিক আলপনা বেগম ও আইসিটি প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম।