নেত্রকোনার বারহাট্টায় কৃষি জমিতে সেচ (পানি) দেয়ার মর্টারের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে আপন কুমার সাহা নামের ৯ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাসাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। আপন ওই গ্রামের নকুল কুমার দাসের ছেলে।
সে কাকুরা ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
সন্ধ্যার দিকে জমিতে সেচ দেয়ার মর্টারের পাশ দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে আহত হয়।
পরে স্বজনরা দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, আপন বিদ্যুস্পৃষ্ট হলে ছেলেটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলো স্বজনরা। এখন খোঁজ নিয়ে জানাচ্ছি।