নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় অভিযান চালিয়ে তিন চোরাকারবারীকে আটকসহ ভারতীয় চিনি ও কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত মালামালে ৮০ বস্তা চিনি ও ৫০০ পিচ কম্বল রয়েছে। আটককৃত চোরাকারবারিরা হলেন, উপজেলার কেশবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩২), মনতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মৌলা মিয়া (২৮) এবং একই গ্রামের কালাচান বিশ^াসের ছেলে হুমায়ুন কবির (৩৮)। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার।
তিনি জানান, শুক্রবার ভোর ৫ টার দিকে কলমাকান্দা উপজেলার ইশবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার শফিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকশ টিম অভিযান চালায়।
অভিযানে তিন চোরাকারবারীকে তারা আটক করে। আটকের পর তাদের বাড়ি ও দোকান থেকে ৮০ বস্তা চিনি এবং ৫০০ টি কম্বল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা বলেও জানান তিনি।
স্থানীয় তথ্যের বরাত দিয়ে সেনাবাহিনীর এই অফিসার আরও জানান, এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে। চোরাচালানকারী চক্রের মূল হোতাদের আটক করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত তিন চোরাকারবারীর সাথে সম্পৃক্ত সদস্যদেরকে কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মালামাল প্রশাসনের সাথে সমন্বয় করে সরকারি হেফাজতে হস্তান্তর করা হবে।