নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী হত্যাকারী বখাটে কাওসারকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কাওসার ওই গ্রামের শামছুর রহমানের ছেলে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের প্রেমনগর গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তাকে গ্রেফতার করে।
বিকাল সোয়া চারটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে ক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো হারুন অর রশিদ।
এসময় পুলিশ জানায় প্রায় সময় মুক্তা রানী বর্মনকে বখাটে উত্যক্ত করতো। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। এক সময় জানতে পারে তার প্রস্তাবে সাড়া দিচ্ছে না। অন্য কারো হয়ে যাবে। এর জন্য সে অন্য কারো হতে দিবে না। কুপিয়ে হত্যা করে। বারহাট্টা থেকে দা কিনে নেয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে কুপায়। পুলিশের কাছে আটক হওয়ার পর এ তথ্য নিশ্চিত করে আসামি।