Sunday, December 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী

নেত্রকোনায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী

এ কে এম আব্দুল্লাহ্
পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ফকু মিয়া (৪০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে।

এ ঘটনায় নিহতের ভাই আল আমীন বাদী হয়ে শনিবার নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।

শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে জখম করে।

এতে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পরপরই ঘাতক স্বামী ফকু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments