বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
25.2 C
Netrakona
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনায় স্বতন্ত্র সহ ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিল

নেত্রকোনায় স্বতন্ত্র সহ ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিল

নেত্রকোনায় স্বতন্ত্র সহ ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিলনেত্রকোনা জেলার ৫ টি আসনে জমা দেয়া মনোনয়নের মোট ৩৬ জনের মধ্যে ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিল হয়েছে যাচাই বাছায়ে। ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

নেত্রকোনা জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল তিনটি পর্যন্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ।
রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ জানান, নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৬ জনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন, জাকের পার্টির মো. ছমির উদ্দিন ও স্বতন্ত্র আওয়ামীলীগের নেতা আফতাব উদ্দিন।
নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে দাখিলকৃত ৯ জনের মধ্যে ৩ জন বাতিল। তারা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আমজাদ হোসেন ঠাকুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আজাহারুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সুব্রত চন্দ্র সরকার।
নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে দাখিলকৃত ১০ জনের মধ্যে ৩ জন বাতিল হয়েছেন।
তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মো. আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্রান আহমেদ।
নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে দাখিলকৃত ৫ জনের মধ্যে ২ জন বাতিল ১ জন স্থগিত। বাতিলকৃত প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, তৃণমুল বিএনপি মো. আল মামুন। স্থগিত প্রার্থী হলেন জাতয়ি সমাজত্রান্ত্রীক দলের (জাসদ) মো. মুশফিকুর রহমান।
নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনে দাখিলকৃত ৬ জনের মধ্যে ৩ জনই বাতিল। তিন জনের সবাই স্বতন্ত্র।
তারা হলেন, কর্নেল তাহের পরিবারের সদস্য জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি মো. আনোয়ার হোসেন, আওযামীলীগ নেতা মো. মিজবাহুজ্জামন চন্দন ও মো. মাজাহারুল ইসলাম সোহেল।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments