নেত্রকোনায় বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বল্প পরিসরে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতণের মাধ্যমে বই উৎসব করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক বনানী বিশ^াস শিক্ষাথীদের হাতে এসকল তুলে দেন। বিদ্যালয়ের সপ্তম এবং অষ্টম শ্রেনির একাংশ শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ^াস ও অন্যান্যের মধ্যে এডিসি আইসিটি শিক্ষা শামীমা ইয়াসমীন, জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আওয়ালসহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে জেলায় কতগুলো বই এসেছে তা জানাতে পারেনি কতৃপক্ষ। এদিকে ২৭ হাজারের মতো বইয়ের কথা উল্লেখ করেন ডিসি। তবে বই আসা শুরু হয়েছে। এটি চলমান থাকবে বলেও জানান তিনি।
দত্ত স্কুলের তথ্য অনুযায়ী জানা গেছে, বিদ্যালয়টিতে ৩০৪৩ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে মেয়ে ১২১৩ ও ১৮৩০ জন ছেলে। বছরের প্রথম দিনে সপ্তম ও অষ্টম শ্রেণির কিছু সংখ্যক বই আসায় শিক্ষার্থীদের মাঝে কিছুটা আশার সৃষ্টি হয়েছে। কিন্তু সকলেই বই না পাওয়ায় শিশুদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। সকলের জিজ্ঞাসা ছিলো কবে পাবে তারা বই। পরে নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।