রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
27.1 C
Netrakona
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অংশীজনদের নিয়ে সভা

নেত্রকোনায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অংশীজনদের নিয়ে সভা

অনলাইন ডেস্ক

“স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এই স্লোগানে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও আমাদের করনীয় শীর্ষক হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের হলরুমে হাসপাতালের কর্তৃপক্ষদেরকে সাধারণ নাগরিকদের মুখোমুখি করা হয়।
জেলা সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহযোগিতায় হেলথ ওয়াচ ও স্বাবলম্বী এই সভার আয়োজনে সভায় সেবা প্রত্যাশি সাধারণ রোগী, ভুক্তভোগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, হেলথ ওয়াচের বিভিন্ন ক্যাটাগরির সদস্যসহ চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। হেলথ ওয়াচের রাজেশ অধিকারীর সঞ্চালনায় চিকিৎসা ব্যবস্থা এবং করনীয় বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন মো. অহিদুর রহমান।
এতে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে হেলথ ওয়াচ বাংলাদেশের আহবায়ক মোস্তাক চৌধুরী, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাক্তার মুন্তাকিম মাহমুদ, সহযোগী অধ্যাপক ডাক্তার রাজেশ কুমার দাস, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃসদন) চিকিৎসক ডা. কৃপানাথ পাল, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী স্বপন পাল ও নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সাহিদা পারভীনসহ উর্ধতনরা উপস্থিত ছিলেন। তারা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। এসময় সেবা প্রার্থীর সেবা নেয়ায় বাধাগ্রস্থ হওয়ার বিষয়গুলো তুলে ধরেন বিভিন্ন শ্রেনি পেশার ভুক্তভোগীরা।
সভায় স্বাবলম্বীর ম্যানেজার কোহিনূর বেগমের সঞ্চালনায় চিকিৎসা সেবায় অনিহা, বাইরে থেকে ঔষধ কেনা, বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো, চিকিৎসক না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ রোগীদের নানাভাবে হয়রানির বিষয় গুলো তুলে ধরেন ভুক্তভোগীরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments