স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন,
কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক,
শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যাক্তিত্ব
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
Hide quoted text
নেত্রকোনার সমাজ শিক্ষা রাজনীতি ও ক্রীড়াঙ্গনের উজ্জ্বল মুখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, দত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি প্রয়াত কামরুন্নেছা আশরাফ দীনার স্মরণে এক স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় এই স্মরণানুষ্টানের আয়োজন করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসীত কুমার সরকার সজলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ও প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবির সাজু সহ
বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
স্মরণানুষ্ঠানে বক্তারা শিক্ষার বিস্তার, খেলাধুলা ও
আর্থ সামাজিক উন্নয়নে প্রয়াত কামরুন্নেছা আশরাফ দীনার অসামান্য অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে তার আদর্শ অনুসরণ করার আহবান জানান।