দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনাতেও স্মার্ট কার্ডের মাধ্যমে শুরু হয়েছে পন্য বিক্রয়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) জেলার সদরসহ মোট ৯ টি উপজেলার ৩৮ টি স্থানে বিক্রয় কার্যক্রম চলছে।
৫৪০ টাকা প্যাকেজে তেল, ডাল, চিনি ও চালসহ পন্য পেয়ে খুশি সুবিধা ভোগিরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো
জেলায় কার্ডধারী রয়েছেন ৮৩ হাজার ৩২১ জন। তার মাঝে আজ একযোগে দেয়া হচ্ছে ২৬ হাজার ২২১ জনকে। পর্যাক্রমে সবগুলো কার্ডধারীর মাঝে বিক্রয় হবে। তবে স্মার্ট কার্ডে এই প্রথম হওয়ায় পন্য বিক্রয় কিছুটা বিলম্ব হলেও পন্য বিক্রয়কারী ডিলাররা খুশি। সুশৃঙ্খল ভাবে শুধু মাত্র কার্ডধারীগণই নিচ্ছেন পন্য।
নেত্রকোনা জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী বলেন, ডিলাররা আমাকেও ফোন করছেন। কারন অনেকের ওটিপি পাচ্ছে না, আবার অনেকে মোবাইল চেক করতে পারেন না, এসব নানা কারণে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। তবে প্রথম যেহেতু একটু কষ্ট হচ্ছে। এক পর্যায়ে সকলেই অভ্যস্থ হয়ে যাবে। তিনি আরও একটি কথা বলেন, যাদের এমন ওটিপি সমস্যা হচ্ছে তারা সংশ্লিষ্ট ইউএনও’র কাছে গিয়েই সমাধান করে নিয়ে আসতে পারবেন।