স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে নেত্রকোনার উদ্যোগে ১৫০ জন হতদরিদ্র এতিম প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পৌর শহরের নাগড়া আয়েশা কমিউনিটি সেন্টারে এতিম , প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে নেত্রকোনার নিজস্ব অর্থায়নে ১৫০ জনেরও বেশি মানুষকে ইফতার খাওনো হয়। পরে জেলা শহরের বাছাইকৃত এতিম প্রতিবন্ধী শিশুসহ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।
এ সময় তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন নেত্রকোনা জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, সাংবাদিক শিমুল মিল্কি, আলপনা বেগমসহ রক্তদানে নেত্রকোনার সকল সদস্য বৃন্দ।