অবৈধ, পাতানো, ডামি নির্বাচন বর্জন করার স্লোগান দিয়ে হরতালের সমর্থনে নেত্রকোনা সদর ও কেন্দুয়ায় মশাল মিছিল করেছে নেতাকর্মীরা।
শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলার টেংগুরি মাদ্রাসা মোড় থেকে বিএনপি নেতা
জসীমউদ্দিন আহমেদ খোকনের উপস্তিতিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে।
এদিকে নেত্রকোনা সদর উপজেলার মেদনি ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না ও ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুবের নেতৃত্বে একটি মশাল মিছিল বেরিয়ে ইউনিয়ন বাজার প্রদক্ষিণ করে।
এদিকে রাত আট টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল মশাল মিছিলটি উপজেলার দিয়ারা বাজারে মিছিল বের হয়।
তেলিগাতী ইউনিয়নের রামসিসদ্ধ বাজার থেকে যুবদলের আহবায়ক আনোয়ারুল হক ও যুগ্ম আহবায়ক মোতাসসির হোসেন কাইয়ুমের নেতৃত্বে মিছিলটি তেলিগাতী আটপাড়া সড়কে দিয়ে বাজার প্রদক্ষিণ করে তেলিগাতী গিয়ে শেষ হয়।
এতে ব্যানার সহ মিছিলে অর্ধশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।