নেত্রকোনায় জবিরুল ইসলাম (৩০) নামের জেলখানার এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শ্রক্রবার দুপুরে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনরা এসে হাসপাতালে ভীড় জমায়। কতৃপক্ষের দাবী হার্ট এটাকে মারা গেছেন হাজতি।
পুলিশ ও স্বাজনরা জানায়, হাজতি জহিরুল ইসলাম মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ১১ ফেব্রুয়ারী জেল হাজতে আসে। এর আগে আটপাড়া থানার পুলিশ তাকে দুইবার গ্রেফতার করে মাদক সহ। পরে জামিনে প্রথমবার বেরিয়ে গেলে আবারও মাদক মামলায় আসামী হলে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালত।
এর প্রেক্ষিতে পুলিশ তাকে আটকের পর কোর্টে সোপর্দ করলে কোর্ট গত ১১ ফেব্রুয়ারী জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। জহিরুল আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়েনের বাউশা পাইকপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। মৃতের স্ত্রী ও স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগেও দেখা করে গিয়েছে। কোন রোগ ছিলো না। আগামী ৩ এপ্রিল জামিন হওয়ার কথাও ছিলো।
এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, তাদের কাছে নিয়ে আসলে তারা কোন পালস পান নি। পরে পরীক্ষা নিরীক্ষা করেও দেখেন মৃত। অন্যদিকে জেল সুপার মো. আনোয়ারুজ্জামান মোবাইল ফোনে জানান, সকালে বুকে ব্যাথা হয়ে অসুস্থ হলে তাকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালেও চিকিৎসা দেয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। হার্ট অ্যাটাক মারা গেছে মূলত দাবী করে তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।