নেত্রকোনায় পুলিশের অভিযানে ৬ জুয়ারিকে আটক করেছে মডেল থানার পুলিশ।
বুধবার রাতে পুলিশ মেদিনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করে বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করেছে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিকনির্দেশনায় তার তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে এসআই যুবরাজ দাস, এসআই আব্দুল্লাহ আল ফাহাদ, এসআই মোঃ সামায়ুন কবির সংগীয় ফোর্সসহ নেত্রকোনা মডেল থানাধীন ২নং মেদনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মোঃ সুমন মিয়ার (৪০) মোদির দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দোকান মালিকসহ মোট ০৬ জন জুয়াড়ীকে জুয়া খেলার আলামতসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামত বিভিন্ন নোটের মোট ১০৩০ টাকা ও ৫২ টি তাস।