শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ৯ জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ

নেত্রকোনায় ৯ জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ

নেত্রকোনার পৌর এলাকা থেকে পেশাদার নয় জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। আটকদেরকে বৃহস্পতিবার দুপুরে কোর্টে চালান করা হয়েছে।

এর আগে বুধবার রাতে তাদেরকে শহরের ছোট বাজার এলাকায় পৌর সুপার মার্কেটের দোতলা থেকে খেলারত অবস্থায় আটক করে। নেত্রকোনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (পশ্চিম) ওসি মো. আরমান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুপার মার্কেটের কাঁচা পাকা মালের ব্যবসায়ীক কল্যাণ সমিতির ভিতর থেকে পেশাদার ০৯ (নয়) জন জুয়ারিকে আটক করা হয়।

আটকরা হলেন, সাতপাই এলাকার মৃত মুসলেম উদ্দিনের ছেলে মো. বুলবুল (৬০), বারহাট্টা রোডের নিউটাউন এলাকার মৃত মতি মিয়ার ছেলে খসরু মিয়া (৬০), মৃত মুলফত আলীর ছেলে মো. উজ্জল মিয়া (৫০), মৃত নুরুল ইসলামের ছেলে মুন্না মিয়া (৪১), কুতুবপুর এলাকার নওয়াব আলীর ছেলে জুলহাস মিয়া (৩৪), ষোলপাই গ্রামের রুমারী মিয়ার ছেলে অপু হায়দার (৩৪), নিজামপুরের মৃত ধীরেন্দ্র চন্দ্র সাহার ছেলে ভজন চন্দ্র সাহা (৫৭), খতিব নগুয়া গ্রামের নওয়াব আলীর ছেলে সাত্তার মিয়া (৬৬) ও ৯ নং ওয়ার্ডের মো বাবু (৪০)। এসময় জুয়া খেলার আসর থেকে বিভিন্ন রংয়ের ০৪ (চার) বান্ডেল/থান তাস। প্রতিটি ব্যান্ডেলে ৫২ টি করে তাস রয়েছে। জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩০,৭৮০/- (ত্রিশ হাজার সাতশত আশি) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের প্রকাশ্যে জুয়া খেলার বিষয়টি স্বীকার করে। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) জুয়া আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments