শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ৯ বছর পর ইভটিজিং মামলায় ৩ বছরের জেল

নেত্রকোনায় ৯ বছর পর ইভটিজিং মামলায় ৩ বছরের জেল

দীর্ঘ নয় বছর আটপাড়ার একটি ইভটিজিংয়ের মামলার রায়ে বখাটেকে তিন বছরের জেল দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত নেত্রকোনা। দন্ডপ্রাপ্ত আসামী ওয়াসিম আটপাড়া উপজেলার ভিক্ষু মিয়ার ছেলে। জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। মঙ্গলবার (১১ মাচ) দুপুরে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৪ সনের ৯ আগস্ট নারী শিশু নির্যাতন দমন অঅইন ২০০০ এর ১০ ধারায় ভিক্টিম ওয়াসিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। উত্যক্তসহ শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। ৫ জন স্বাক্ষীর মধ্যে ৪ চন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অরপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদারতের বিচারক এ রায় দেন। পলাতক ওয়াসিমকে ৩ বছরের সাজা তৎসহ ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়েছে। তবে আসামী ওয়াসিম আটক হলেও জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।
রাষ্ট্র পক্ষের আইজীবী (পিপি) মো. নুরুল কবীর রুবেল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সারাদেশে নারী ও শিশুদের উপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি করতে না পারে তার জন্য আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনতে আমি আমার দিক থেকে সর্বোচ্চো সহায়তা করব। নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবেনা বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments