Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ঠিকাদার সমিতি গঠন

নেত্রকোনায় ঠিকাদার সমিতি গঠন

এ কে এম আব্দুল্লাহ :

ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের লক্ষে নেত্রকোনা ঠিকাদার সমিতি গঠন কল্পে জেলার সর্বস্থরের ঠিকাদারদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পাটপট্টি রোডস্থ ঠিকাদার আজাদুর রহমানের ব্যাবসায়ীক চেম্বারে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
প্রবীণ ঠিকাদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় ঠিকাদার সমিতি গঠনের প্রয়োজনীয়তা এবং ঠিকাদারদের নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, এস এম শফিকুল কাদের সুজা, সেলিকুর রহমান স্বপন,  শুভেন্দু সরকার পিন্টু, মোস্তুফা মাসুদ, মাসুদ রানা চৌধুরী,
ফরিদ আহমেদ ফকির, তাজ উদ্দীন ফারাস সেন্টু, দেলোয়ার হোসেন খান, মোস্তাক আহমেদ, বাবুল আলম তালুকদার, আসাব ভুঁইয়া, মোখলেছুর রহমান, ইসলাম উদ্দিন খান চঞ্চল, নাজমুস শাহাদাৎ নাজু, এস এম মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম মিয়া, আনিসুর রহমান, আনোয়ার ইসলাম টুটন, মোঃ রাসেল ভুঁইয়াসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা, ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ, নির্মাণ কাজে বালু সংকট দূরীকরণ, বাইরের ঠিকাদারী লাইসেন্সকে প্রাধান্য না দিয়ে নিজ জেলার স্থানীয় ঠিকাদারদের প্রাধান্য দেয়া, অফিস ও কাজের সাইট সম্পন্ন করতে গিয়ে যে ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হতে হয়, তা দুরীকরণের লক্ষে ঠিকাদারি সমিতি গঠনের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার দ্বিতীয় পর্যায়ে সর্বসম্মতিক্রমে আজাদুর রহমানকে সভাপতি ও তাজেজুল ইসলাম ফারাস সুজাতকে সাধারন সম্পাদক, মজিবর রহমান খানকে সহ সভাপতি, তাজ উদ্দীন ফারাস সেন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোখলেসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও প্রবীণ ঠিকাদার মোশাররফ হোসেনকে প্রধাণ উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments