নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসছিল দের বছরের শিশু পুত্র আহম্মদের লাশ। আজ বুধবার সকালে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে ঘটে এই দুর্ঘটনা। শিশুটি ওই কয়রা গ্রামের সাদির মিয়ার ছেলে।
শিশুর পরিবার, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু আহম্মদের মা মারিয়া আক্তার রান্না ঘরে কাজ করছিলেন। এসময় শিশুটিও মায়ের সামনেই ঘরে বসে খেলা করছিল। এক পর্যায়ে মায়ের অজান্তেই বেরিয়ে গেলে প্রথমে কেউ টের পায়নি৷ কিন্তু কিছু সময় পর তার মা মারিয়া তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তার সাথে বাড়ির লোকজন খোঁজাখুজি করতে থাকলে
একপর্যায়ে আহম্মদকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যু নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে আহম্মদের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।