নেত্রকোনার কলমাকান্দা হাওর এলাকায় পূজার অঞ্জলি দিতে নিজ বাড়ি থেকে মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবে দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন অমিত তালুকদার নামের আট বছরের শিশু ও অপরজন ঋতু তালুকদার (২০)। নিহতরা এক বাড়ির দুই পরিবাবের।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিমপাড়া মাস্টারবাড়ি মন্দিরে পূজা দিতে যাওয়ার জন্য নৌকায় করে পারপারের সময় বাড়ির পিছনের কালিবাড়ি খালে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ, স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, হরিণধরা গ্রামের পশ্চিম পাড়ায় মাস্টারবাড়িতে প্রতিবছর সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবার পূজার অষ্টমিতে শুক্রবার সকালে অঞ্জলি দিতে পুর্ব পাড়া থেকে ডিঙ্গি নৌকায় খাল পাড়ি দিতে হয় হাওরের ওই গ্রামের মানুষদের। এক বাড়ির ছয়জন বাড়ির পিছনের খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে গেলে চারজন সাঁতরে পাড়ে উঠতে পারে। এসময় অপর দুজন তলিয়ে গেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আরা নিপা মৃত ঘোষণা করেন।
নিহত শিশু অমিত ওই গ্রামের বিপ্লব তালুকদার ও রূপা তালুকদারের ছেলে এবং হরিণধরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। ঋতু তালুকদার কলমাকান্দা সরকারী কলেজে বিএ অধ্যায়নরত এবং ওই বাড়ির সঞ্জয় তালুকদার ও বাসন্তী তালুকদারের মেয়ে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এক তো হাওর এলাকা তার উপর খালও রয়েছে। বন্যায় হাওর খাল একাকার হয়ে পড়ায় বুঝা যায়নি। ছোট নৌকা ¯্রােতে ডুবে গেছে। তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষে মৃতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শহিদুল ইসলাম নিহত দুই পরিবারের সদস্যদের কাছে সৎকার কাজের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।