নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রামে হত্যার উদ্যেশ্যে রাতে ঘরের ভেতর আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
কলমাকান্দা থানায় বৃহস্পতিবার ( ১ এপ্রিল) রাতে অজ্ঞাত নামা আসামি করে মামলাটি দায়ের করেন উপজেলার বড়খাপন ইউনিয়নের চেমটি গ্রামের করোনা কান্তি সরকারের ছেলে সমীরণ সরকার মন্টু।
গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে আনুমানিক রাত এক টার দিকে জানালা দিয়ে কেরোসিন ঢেলে এই অগ্নিকান্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী পুলিশের এস আই শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী যেহেতু অজ্ঞাত তাই তদন্ত করেই ধরতে হবে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে গেলে হঠাৎ আগুনের তাপে বিছানায় থাকা ১৬ বছর বয়সী কিশোরের ঘুম ভেঙে যায়।
এসময় কিশোর রনি চিৎকার করে ডাকাডাকি করলে সবাই এসে দেখে দাউ দাউ করে বিছানায় আগুন জলছে।
পরে সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হন তারা।
এ সময় বাড়ির লোকজন জানালা খোলা দেখে এগিয়ে গিয়ে দেখেন গেইটের তালাও ভাংগা।
এ সময় গেইটের ওখানে একটি চিরকুট পান বাড়ির লোকজন।
সেটিতে লিখা রয়েছে ‘৩ দিন পর আগুন’। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা দেখেনি কেউ।
তবে হত্যার উদ্যেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পরিবার।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মাহমুদুল হক জানান, ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন কোন ছাড় পাবে না।
এদিকে এলাকাবাসী বলছেন, এই এলাকায় চিহ্নিত কিছু চোর রয়েছে। এরা সব সময় পুরো গ্রামের মানুষকে অতিষ্ঠ করে রাখে।
গরু চুরি থেকে সব চুরি করে। এমনকি কেউ প্রতিবাদ করলে তাদের আর রেহাই নেই। হিন্দু আর মুসলমান নেই ওদের ভয়ে এলাকায় কেউই মুখ খুলেনা।