নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে শাহারা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার কৈলাটি ইউনিয়নের চাঁনকোনা গ্রামের জাকির হোসেনের (লতিব) মেয়ে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাহারা বাড়ির পাশের পুকুর পাড়ে বসে খেলা করছিল।
কিছু সময় পর তাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায় তার বাবা জাকির হোসেন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুবেল ভুইয়া সত্যতা নিশ্চিত করে শোক প্রকাশ করেন।