Wednesday, November 13, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনার কলমাকান্দায় মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড

নেত্রকোনার কলমাকান্দায় মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড

মাদক, ধর্ষণ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে এবার কলমাকান্দার ৩শত শিক্ষার্থী। নেত্রকোনা জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় আজ মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে শপথও নিয়েছে তারা।

কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনূষ্ঠানের আয়োজন করে।

এ সময় তারা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।

সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান।

পরে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments