Saturday, September 14, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকলমাকান্দা উপজেলানেত্রকোনার কলমাকান্দায় যুবলীগের হামলায় বিএনপি'র ২৫ নেতাকর্মী আহত

নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগের হামলায় বিএনপি’র ২৫ নেতাকর্মী আহত

সোহান আহমেদ:
নেত্রকোনার কলমাকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী যুবলীগ নেতা কর্মীদের হামলায় বিএনপির অন্তত ২৫জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপি নেতা লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার পথে ধান মহালে পৌঁছলে কলমাকান্দা যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহ্বায়ক নাজিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ চন্দন মিয়া, কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আরাফাত রহমান, লালন মিয়া, সুজন মিয়া, মোসতাকিম, মোঃ আজিজুল, মোঃ কাইয়ুম, আরাফাত হাসান মৌলা, জান্নাতুল ইসলাম নাঈম, যুবদল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রবিন, খারনৈ ইউনিয়ন ছাত্রদল সভাপতি তমাল হাসান, জিয়াদুল, সেচ্ছাসেবক দলের নেতা মামুন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান বাবু, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান বাবু, সেচ্ছাসেবক দলের নেতা মাছুম বিল্লাহ, ছাত্রদল নেতা রুপক হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক সারুয়ার জাহান ও ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়। আহতদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান মহালে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আছি, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments