নেত্রকোনার কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোসাফর হোসেন রিপন (৩৫) নামের যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইন অনুযায়ী দন্ডপ্রাপ্ত ব্যাক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই দন্ড প্রদান করেন।
গত বছরের শেষ দিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় ডেনকি নদীতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অর্থ দন্ডপ্রাপ্ত মোসাফর হোসেন রিপন স্থানীয় মো: হাজী মুসলিমের পুত্র।
আদালত সূত্রে জানা গেছে, গজারমারি এলাকায় ডেনকি নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযান অভিযান চালাকালীন সময়ে নদী থেকে বালু উত্তোলন করে একটি লরি গাড়িতে পরিবহনের সময় হাতে নাতে আটক করে প্রশাসন। পরে এই ঘটনায় জড়িত থাকায় মোসাফর হোসেন রিপনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থন্ড করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন কাজ না করার স্বীকারোক্তির সত্বে থাকে তাকে ছাড়া হয়।
কলমাকান্দার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।