নেত্রকোনার কেন্দুয়ায় মামাতো ফুফাতে ভাইয়ের মধ্যে বিরোধের জেরে স্বজনদের হামলায় নিহত হয়েছেন হারুন (২৫) নামের এক যুবক। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তারও আগে সন্ধ্যায় কান্দাপাড়া বাজারে হারুনের মামাতো ভাই আরমানের (১৫) সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
কে›ন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আরমান আর হারুন দুজন মামাতো ফুফাতো ভাই। তারা এক সাথে সন্ধ্যায় বাজারে ছিলো। পরে আরমান বাড়িতে চলে যায়। আরমানের মামা হক মিয়ার কাছে ফুফাতো ভাই হারুনের বিরুদ্ধে বিচার দেয়। হারুন তাকে গালাগাল করেছে বললে আরমানের মামা হক মিয়া লোকজন নিয়ে হারুনের বাড়িতে গিয়ে হামালা চালায়। এতে হারুন আহত হলে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ রেফার্ড করেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয। নিহতের লাশ বাড়িতে আনা হচ্ছে। এ ঘটনায় আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।