হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় বজ্রপাতে একই উপজেলার দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে এ ঘটনাটি ঘটেছে।নিহতরা হলেন, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫) এবং একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২)।
স্থানীয়রা জানান, দুপুরে গ্রামের পাশের হাওর থেকে বাড়ি আসার পথে বজ্রপাতের সময় বায়েজিদ মিয়ার মৃত্যু হয়। এছাড়াও বজ্রপাতের সময় বেজগাঁতী গ্রামের ফজলুর রহমান বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ।