হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলের বারান্দা থেকে হরেন্দ্র চন্দ্র পন্ডিত (৫৫) নামের এক বৃদ্ধের লাশ রোববার (১১ জুলাই) বিকালে উদ্ধার করেছে পুলিশ।
নিহত হরেন্দ্র চন্দ্র পন্ডিত কেন্দুয়া পৌরসভার আদমপুর মহল্লার মৃত জিতেন্দ চন্দ্র পন্ডিতের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,হরেন্দ্র পন্ডিত দুই দিন ধরে রাগ করে বাড়িতেও যাননি। এছাড়াও হরেন্দ্র পন্ডিত কেন্দুয়া বাজারে নাইট গার্ডের চাকরি করতেন। সেই ডিউটিতেও যাননি।
পরে অনেক খোঁজাখুঁজি পর রোববার বিকালে পাশের আদমপুর পন্ডিত এন্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ছেলেরা বল খেলতে গিয়ে স্কুলের বান্দায় হরেন্দ্র পন্ডিতের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ বিকাল সাড়ে ৫টার দিকে কেন্দুয়া বাজারের নাইট গার্ড হরেন্দ্র পন্ডিতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে মরদেহ মর্গে প্রেরণ করা হবে।