হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকা থেকে কেন্দুয়া থানা ও পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ৩০ জুয়াড়িকে আটক করে। পরে সোমবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে একটি মহল বিভিন্ন ধরনের জুয়া খেলা অবাধে চালিয়ে আসছিল।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, জুয়ারী আটকের ঘটনায় পেমই তদন্ত কেন্দ্রের এসআই সুজন তালুকদার বাদী হয়ে জুয়া আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।