নেত্রকোনার দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম সহ ৩১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এই রায় দেন।
আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।
আলাদত সূত্রে পাওয়া তথ্যে, বিগত ২০২৩ সালের ২৬শে মার্চ জেলার দুর্গাপুর পৌর এলাকার কাচারি মোড়ে বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত ২০২৪ সালের ২রা নভেম্বর আবু সিদ্দিক রুকু বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় নেত্রকোনা ১ আসনের নির্বাচিত নৌকার মাঝি সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহি সহ ৪৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দু’শ থেকে আড়াইশত আসামি করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়।
ওই মামলায় মোট ২১ জন নেতাকর্মী রবিবার দুপুরে জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে আসলে আদালত মোট ১৭ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এছাড়াও অসুস্থতা বিবেচনায় বিরিশিরি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহুল সহ চারজনের জামিন মঞ্জুর করেন।
একই সাথে আরও কয়েকটি মিস কেস মামলায় অপর ১৪ জনের জামির না মঞ্জুর করে আদালত।
সব মিলিয়ে মোট ৩৫ জন নেতাকর্মীর মধ্যে ৩১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
কারাগারে প্রেরণের আদেশপ্রাপ্তরা হলেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুস সালাম, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, চন্ডিগড় ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক আলম , কাকৈরগড়া ইউনিয়ন চেয়ারম্যান শিব্বির তালুকদার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শামসুল হক সানিসহ আরও ২৬ জন আওয়ামীলীগের নেতাকর্মী।