নেত্রকোনার দূর্গাপুরে পুকুরের পানিতে পড়ে আহামাদ আল মাহির (২১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার এস আই জহিরুল ইসলাম। তিনি জানান পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি সকালে বাড়ির ওঠোনে খেলছিলো। এসময় শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত থাকায় এক ফাঁকে শিশু মাহির পানিতে পড়ে ডুবে যায়।
পরে শিশুকে অনেকক্ষণ না দেখায় তার মা খোঁজাখুঁজি করতে থাকে। আশপাশের বাড়িঘরে সবখানে খোঁজা শেষে না পেয়ে বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে। শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা বলেন, অভিযোগ নাই। আমার সন্তানের দেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চাই।