সোহান আহমেদ:
নেত্রকোনার সীমান্ত উপজেলা দূর্গাপুরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে গৃহনির্মাণের পর চাবি হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ গুলশান রোটারি ক্লাবের উদ্যোগে দুর্গাপুর পৌর শহরের অডিটোরিয়ামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শুক্রবার দিনব্যাপী কয়েক শতাধিক নারী পুরুষকে নাক, কান, চক্ষুসহ বিভিন্ন সমস্যায় আক্রান্তদের চিকিৎসা প্রদান করেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
কেন্দ্রীয় যুবলীগ নেতা কলমাকান্দার কৃতি সন্তান রোটারিয়ান আতাউর রহমান আখিরে ব্যবস্থাপনায় চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ কর কমিশনের চেয়ারম্যান রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
পরে দুর্গাপুর প্রেসক্লাবে রোটারিয়ান কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আগামী দিনে দুর্গাপুর কলমাকান্দার সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুলশান রোটারিয়ান ক্লাবের উপদেষ্টা মন্ডলীসহ বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ ছাড়াও বিকেলে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্তরের জন্য নির্মিত ঘর গুলোর চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।