নেত্রকোনা জেলা সংবাদপত্র পরিবেশক মিডিয়া সেন্টারের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান (৬০) মারা গেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে আটটায় তার মৃত্যু হয। আসরের নামজের পর জানান শেষে সদ উপজেলার দেওপুর বিশ^নাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। গত ২০০১ সন থেকে তিনি নেত্রকোনা শহরের ছোট বাজার পত্রিকা পরিবেশক মিডিয়া সেন্টারে দায়িত্ব পালন করেছেন।
তার অকাল মৃত্যুতে পত্রিকা পরিবেশক সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসছে। শোক জানিয়েছেন নেত্রকোনা পত্রিকা পরিবেশক এজেন্সির স্বত্তাধিকারি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদকি আলপনা বেগম, সমকালের সাংবাদিক খলিরুর রহমান শেখ ইকবাল, সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি আবু শহিদ হিরন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও শুভাকাঙ্খিবৃন্দ।
সিদ্দিকুর রহমানের মেয়ের জামাই মো কাদির খান জানান প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও বাড়ি থেকে কর্মস্থলে গিয়েছেন। সেখানে পত্রিকা আসার পর সেগুলো সকলের কাছে ডিস্ট্রিবিউশন করার সময় সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। খবর পেয়ে স্বজন দের নিয়ে নেত্রকোনা কার্যালয় থেকে জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে তেমন কোন চিকিৎসা দেযা হয়নি। দুটো ঔষধ লিখে দিলে বাইরে থেকে এনে খাওয়ানোর পর ময়মনসিংহ রেফার্ড করে দেয় কত্যব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার সময় কাশিগঞ্জ পর্যন্ত গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।