নেত্রকোনার বিশিষ্ট শিক্ষা অনুরাগী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সহধর্মিনী কামরুন্নেসা আশরাফ (দীনা) ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেত্রকোনায় শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের কাছে নেত্রকোনার বড় ম্যাডাম হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাত দশটা ২০ মিনিটের দিকে ঢাকায় শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এমন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকাহত জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পাশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন সর্বস্তরের নাগরিকরা। তিনি একাধারে ক্রীড়াবিদ ছিলেন। সেইসাথে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধার ছিলেন। নেত্রকোনায় একটি বুদ্ধী প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। স্বামী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমার পরিবারের পক্ষ থেকে নামাজে জানাজার সময়মূচী নিশ্চিত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর এপিএস মোঃ রেজাউর রহমান ফয়সল, তিনি জানান প্রথম নামাজে জানাজা সকাল ৯. ০০ টায় ঢাকা কাকরাইল,সার্কিট হাউজ মসজিদে ও দ্বিতীয় নামাজে জানাজা নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে সন্ধ্যা ৬.০০ টায় করে কবরস্থ করা হয়েছে। মরহুমার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।