নেত্রকোনার বারহাট্টায় ফিসারীতে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে সেলিম সিদ্দিক (৫০) নামে ফিসারির মালিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুরা গ্রামের বাঘাই বিলে ফিসারিতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত সেলিম সিদ্দিক ওই গ্রামের মাকসু সিদ্দিকের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিম সিদ্দিক ফিসারিতে মাছের চাষ করতেন।
বাঘাই বিলে ভাড়া নিয়ে ফিসারিটিতে মাছের চাষ করে আসছিলেন।
প্রতিনিদেনর ন্যায় তিনি আজও সন্ধ্যায় মাছের খাবার দিতে গিয়েছিলেন।
এসময় হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে তিনি আহত হয়ে পানিতে পড়ে যান।
এরপর বাড়িতে ফিরতে ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন খোঁজ করতে থাকে।
এসময় গ্রামের লোকজন ফিসারীর কাছে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত সেলিমের ভাগিনা মো: স্বপন মিয়া জানান, মামা ফিসারীতে খাবার দিতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। মামার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো: কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
যেহেতু বজ্রপাতে মৃত্যু হয়েছে তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।