জেলার বারহাট্টা উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য সদর উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১হাজার কম্বল তুলে দিয়েছেন নেত্রকোনা সদর ও বারহাট্টা আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।
শনিবার দুপুরে বিকালে বারহাট্টা অডিটরিয়াম প্রাঙ্গণ থেকে ইউনিয়ন পর্যায়ে কম্বল বিতরণ সহ উপস্থিত ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন।
এসময় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নেও একইভাবে আড়াইহাজার কম্বল বিতরণ করা হয়েছে।