নেত্রকোনার মদনে বিষপান করে ঝুমা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়। ঝুমা উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা বিডাবাড়ি গ্রামের লিটন মিয়ার মেয়ে।
সে গোবিন্দশ্রী মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। ঝুমার বাবার দুজন স্ত্রী থাকায় সে তার আপন মায়ের সাথে আলাদা বসবাস করতো।
শুক্রবার সকালে বাড়ির বাইরে থেকে এসে শরীর খারাপ লাগা এবং মাথা ঘুরানোর কথা বললে তাকে দ্রুত মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে বেলা ১২ টার দিকে মারা যায় শিশুটি। এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে কোন ঘটনা রয়েছে কিনা।