শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
20.4 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনার ১০ থানার ৯টির মামলায় এমপিসহ ৯ শতাধিক আসামী

নেত্রকোনার ১০ থানার ৯টির মামলায় এমপিসহ ৯ শতাধিক আসামী

নাশকতা, লুটপাট, হামলা ও ভাঙচুরের অভিযোগে নেত্রকোনা জেলার ১০ উপজেলার ৭ টিতেই বুধবার (২১ আগস্ট) বিকাল পর্যন্ত মোট ৯ টি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় জেলা আওয়ামীলীগের সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, এমপি, মেয়র ও চেয়ারম্যানদের অনেকেসহ মোট ৪০৬ জনের নাম উল্লেখ করে আরও ৪৭০ থেকে ৫০০ জন অজ্ঞাত আসামী করা হয়েছে। তারমধ্যে সদর উপজেলায় দুটি মামলা ও বারহাট্টা উপজেলায় দুটি মামলা দায়ের করেন হামলা ভাংচুরের শিকার ভুক্তভোগীরা। এছাড়াও মদন, খালিয়াজুরী, কেন্দুয়া, দুর্গাপুর পুর্বধলায় একটি করে বিশেষ ক্ষমতা আইনে এসকল মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান। গত পাঁচদিনে আগস্ট মাসের পাঁচ তারিখের পূর্বের বিভিন্ন সময়ে হামলা, ভাংচুর, লুটপাট, আহত করা সহ নানা ঘটনায় এসব মামলা দায়ের হয়েছে।

জেলার সদর ও বারহাট্টার চার মামলার প্রধান আসামী করা হয়েছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটনকে। আসামীদের মধ্যে আরও রয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক নেত্রকোনা-৩ (কেন্দুয়া অটপাড়া) আসনের এমপি বাবু অসীম কুমার উকিল ও সহ ধর্মীনি সাবেক সংরক্ষিত আসনের এমপি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী অপু উকিল ও নেত্রকোনাÑ১ ( দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এমপি।
নেত্রকোনা সদর উপজেলা মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, মোট দুটি মামলার মধ্যে রৌহ্ াইউনিয়নের সুজন শেখ বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে আরও ৫৭ থেকে ৬০ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের কেেরছন। এই মামলায় চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে আটক দেখিয়ে বুধবার কোর্টে চালান দেয়া হয়েছে। অপরদিকে সিংহের বাংলা ইউনিয়নের রিপন মিয়া বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।
মদন থানার মামলার বিবরনে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট শিক্ষার্থীরা মদন সরকারি কলেজের ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় শনিবার রাতে (১৮ আগস্ট) উচিতপুর গ্রামের সাজু মিয়া বাদী হয়ে মদন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলামকে প্রধান আসামি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবদুল হান্নান তালুকদারসহ ৪৪ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫জনকে আসামি করা হয়েছে।
দুর্গাপুরের সনাতন ধর্মের মিঠুন দত্ত নামের এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে প্রধান আসামি করে ১৮ আগষ্ট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় চাঁদাবাজি, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকসহ ৪ জনকে আসামি করা হয়েছে।
কেন্দুয়া উপজেলায় ২৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আ’লীগের নেতাকর্মীরা হামলা চালালে মোবারক হোসেনের থানা গেটের সামনে তানজিম গিফট এন্ড শপিং মূল নামে একটি দোকানে থাকা নগদ টাকা সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলকে প্রধান করে ও তার সহধর্মিনী সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অপু উকিলকেও আসামি করে ১৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩শ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
খালিয়াজুরী উপজেলায় ৩ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে আওয়ামীলীগ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সদরের নুরুজ্জামান নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করার অভিযোগে নূরুজ্জামান বাদী হয়ে স্বাগত সরকার শুভসহ ১৮ আগস্ট ৩৮ নামে থানায় মামলা দায়ের করেছেন। সবচেয়ে কম আসামী করে পুর্বধলা থানায় ১৩ জনের বিরুদ্ধে ২০ আগস্ট মামলা দায়ের হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments