আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ১০ উপজেলার ৫ টি সংসদীয় আসনের আওয়ামীলীগের প্রার্থীতায় চূড়ান্ত দলীয় মনোনয়নে নৌকার মাঝি চারজনই পুরাতন। একজন নতুন মুখ। নেত্রকোনা ১ আসনে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে এবার মনোনীত করা হয়েছে। বাকী দুই, তিন ও চারে যারা বর্তমান ছিলেন তারাই আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। শুধুমাত্র নেত্রকোনা ৫ আসনে এবার বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতিক) পরিবর্তে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সসম্পাদক আহমদ হোসেনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া তিন আসনের মনোনীতরা হলেন নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) উপ নির্বাচনে বিনা প্রতি›দ্বীতায় বিজয়ী সংসদ সদস্য সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের একান্ত সচিব সাজ্জাদুল হাসান।