নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নে শাহ সুলতান মাজারের পাশে থেকে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারির পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানার পুলিশ। মঙ্গলবার বিকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাজারের পাশে একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এর বাউন্ডারির ভেতরে একটি ডোবা আছে। যেখানে মানুষ যায় না। এর মধ্যে আজকে স্থানীয়রা উপুর হয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি আরও জানান, বিভিন্ন পোকা মাকড় লাশের মুখে ভরে আছে। পায়ে আবার জুতাও রয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছি। পাশাপাশি যুবকের শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।