বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী এই ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।
এরই অংশ হিসেবে আগামীকাল (৫মার্চ) নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ম্যারাথন। জেলা প্রশাসনের আয়োজনে রেজিষ্ট্রেশন চলবে আজ ৪ মার্চ পর্যন্ত৷ আগামীকাল শুক্রবার ৫ মার্চ সকাল ৭ টায় মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হবে ৫ কিলোমিটার বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন দৌড়।
পরে বিজিবি ক্যাম্প পর্যন্ত আড়াই কিলোমিটার গিয়ে পুনরায় মাঠে ফিরে আসতে হবে। নেত্রকোনায় রেজিষ্ট্রেশন টার্গেট দেয়া হয়েছিলো ২০০০।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সকলের সুবিধা বিবেচনা করেই সকাল সাতটায় আনা হয়েছে।
আশা করা যাচ্ছে সুস্থ দেহ সুন্দর মনের মানুষ গঠনে এই ম্যারাথন বিশেষ ভূমিকা রাখবে। বিভিন্ন বয়সের নারী পুরুষ সকলেই এতে অংশ নিচ্ছেন। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবেই রেজিষ্ট্রেশন করছেন সবাই। আমরা গত এক সপ্তাহ ধরে পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে বুথের মাধ্যমে এই রেজিষ্ট্রেশন ব্যাবস্থা করে দিয়েছি।