করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনায় অব্যাহত রয়েছে সচেতনতা মূলক প্রচার প্রচারণা। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এই সচেতনতা মূলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ বুধবার বেলা ১২ টায় শহরের ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনগুলো সচেতনতা মুলক মাইকিং এর মাধ্যমে প্রচার চালায় এবং করোনা নিয়ে গান পরিবেশন করে। এসময় শিল্পীরা গানে গানে মানুষকে মাস্ক পরিধানসহ সচেতন থাকার আহবান জানায়।
হিমু পাঠক আড্ডার উপদেষ্টা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে সংগঠনের অন্যন্যরা এই প্রচার কার্যক্রম চালায়।
গান পরিবেশন করে উদীচীর শিল্পীবৃন্দ। পরে বড় বাজার সহ বিভিন্ন বাজারে তারা মাইকিং প্রচারণা চালায় বিকাল পর্যন্ত